Date : 2024-04-25

দাউদ ইব্রাহিমের বাড়িটা কোনদিকে বলতে পারেন ?

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পাকিস্তানের ঠিকানা প্রকাশ করল পাক বিদেশমন্ত্রক। বাড়ির ঠিকানা সৌদি মসজিদের ঠিক পাশেই। হোয়াইট হাউস, ক্লিফটন, করাচি। যদিও এই প্রথম নয়, গত ৫ বছরে অন্তত তিনবার দাউদ ইব্রাহিমের সে দেশে থাকার কথা স্বীকার করেছে পাকিস্তান। দাউদ জীবিত না মৃত, সুস্থ না অসুস্থ এই জল্পনার মধ্যেই পাকিস্তানের এই স্বীকারোক্তিকে কূটনৈতিক চাল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় মূল চক্রী হিসাবে ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড দাউদ। কিন্তু শত চেষ্টা করেও দাউদের নাগাল মেলেনি। কখনও শোনা গিয়েছে দুবাইয়ে আস্তানা গেড়েছে সে। কখনও পাকিস্তান। তবে করাচিই যে তার পাকা আস্তানা তা নিয়ে আর বিশেষ সন্দেহ নেই গোয়েন্দাদের। প্রশ্ন হল, দাউদের ঠিকানা কেন প্রকাশ করল পাকিস্তান। আসলে বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শরিক হতে পাকিস্তানের ওপর ভালোরকম চাপ রয়েছে। সেই চাপেই জঙ্গিদের সহায়তাকারী ৮৮ টি জঙ্গি সংগঠনের নেতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই নাম রয়েছে দাউদের। রয়েছে ঠিকানাও। পাকিস্তান জানিয়েছে, জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমরা।