Date : 2024-04-26

দেশ এই লড়াই জিতবে, ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

চার দফার লকডাউন পর্ব পেরিয়ে দেশে আনলক ৩। করোনা সংক্রমণের প্রশ্নে রোজই রেকর্ড।এখন প্রতি দু-দিনেই দেশে আক্রান্ত হচ্ছেন এক লক্ষ মানুষ। দেশে মোট আক্রা্ন্ত বেড়ে হয়েছে ২২ লক্ষের বেশি। মঙ্গলবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাটের মতো রাজ্যগুলিতে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। সবচেয়ে বেশি সংক্রমিত এমনই দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, সংক্রমিত এলাকাগুলিকে একেবারে বিচ্ছিন্ন করে দিতে হবে। হাসপাতালে বাড়াতে হবে আইসিইউ-এর সংখ্যা। বাড়াতে হবে করোনার পরীক্ষাও। একইসঙ্গে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন এই লড়াইয়ে ভারত জয়ী হবে। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হন রাজ্যের প্রাপ্য টাকা নিয়েও। ফের রাজ্যের বকেয়া ৫৩ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। ভ্যাকসিনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন জারি করা উচিত বলেও সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।