Date : 2024-04-19

বঙ্গোপসাগরে ফের নিম্মচাপ, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

ক্যালেন্ডারে ভাদ্র হলেও বর্ষার বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্মচাপ তৈরি হয়েছে। এর জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভালোরকম বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলির মতো জেলা। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।