Date : 2024-04-25

করোনা যুদ্ধে স্পুটনিক ৫, বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনার টিকা আনার দাবি রাশিয়ার

কোভিড মহামারীতে জেরবার গোটা বিশ্ব যে সংবাদের দিকে তাকিয়ে ছিল মঙ্গলবার সেই সুসংবাদই দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের ঘোষণা, করোনার প্রতিষেধক টিকা তৈরি করে ফেলেছেন তাঁদের দেশের বিজ্ঞানীরা। প্রথম দফার ট্রায়ালে ৩০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। মানবদেহে সেই পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলেই দাবি রুশ প্রেসিডেন্টের। পুতিন জানিয়েছেন, টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছে তাঁর দুই মেয়ের মধ্যে একজনকে। তবে সেই মেয়ের কী নাম সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। গ্যামালিয়া ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই টিকা। মোট ১৬০০ জনের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলেই দাবি। টিকা প্রয়োগে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। মানবদেহে শেষ ধাপের পরীক্ষা সফল হয়েছে বলেও জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেই প্রতিষেধকের উৎপাদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে রাশিয়া। ২০২১ সালে মাসে কয়েক লক্ষ ডোজ প্রতিষেধক উৎপাদিত বলে জানিয়েছেন পুতিন।