Date : 2024-04-24

৮ মাস পরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় করলেন বৈঠক

শেষবার উত্তরবঙ্গ গিয়েছিলেন চলতি বছরের জানুয়ারিতে। পালন করেছিলেন নেতাজি জন্মজয়ন্তী। এরপর করোনার অভিঘাতে বদলে গিয়েছে গোটা বিশ্ব। ভারতও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমেরিকার পরে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতেই। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ। তবে সুস্থতার হারে দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় এগিয়ে পশ্চিমবঙ্গ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতা থেকে বিমানে পৌঁছন শিলিগুড়িতে। এরপর রয়েছেন উত্তরকন্যাতেই। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার নিয়ে করলেন প্রশাসনিক বৈঠক। খোঁজ নেন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে। সামনেই দুর্গাপুজোর মতো বড় উৎসব রয়েছে। সে দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা যায়, পুজোয় করোনা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। পুজোয় করোনা নিয়ে কোনও ঢিলেমি চলবে না বলেও জানান তিনি।