Date : 2021-04-15

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে পিছনে ফেলল ভারত, সামনে শুধুই আমেরিকা

টপ টেনে ঢোকার পর থেকেই দ্রুতগতিতে এগোচ্ছিল ভারত। বিপুল জনসংখ্যার এই দেশ যে বেশিদিন পিছিয়ে থাকবে না তা তার আশঙ্ক প্রকাশ করেছিলেন বহু বিশেষজ্ঞই। বাস্তবিক হয়েছেও তাই। বিশ্বে মোট আক্রান্তের নিরিখে এখন দু নম্বরে ভারত। এতদিন একে ছিল আমেরিকা ও দুইয়ে ছিল ব্রাজিল। কিন্তু গত ৫-৬ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে দ্রুততার সঙ্গে ব্রাজিলকে পিছনে ফেলে দিয়েছে ভারত। রবিবারের পরে সোমবারেও ভারতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। ফলে ভারতে মোট আক্রান্ত ৪২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।