করোনা নিয়ে স্বস্তির খবর। কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ১৬৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিকে, দেশে সুস্থতার হার রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ১ হাজার ৪৬৮ জন। বর্তমানে ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৯ লক্ষ ৭৫ হাজার ৮৬১ জন।