Date : 2024-03-28

ভারতে কবে আসতে পারে করোনার ভ্যাকসিন? জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

দেশবাসীর জন্য এবার সুখবর। সব ঠিকঠাক থাকলে ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই ভারতে আসতে পারে করোনার ভ্যাকসিন। রবিবার এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানব কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাধীনতা দিবসের আগেই ভারতে করোনার ভ্যাকসিন আনা হবে। প্রথমে এমনটাই পরিকল্পনা করেছিল কেন্দ্র। সেই হিসেবে দ্রুত টিকা তৈরির তোড়জোড়ও শুরু হয়। কিন্তু করোনার ভ্যাকসিন আনার ক্ষেত্রে তাড়াহুড়োর পথে হাঁটা উচিত হবে না বলে পরামর্শ দেন বিজ্ঞানীরা। ভ্যাকসিনের ট্রায়ালও চলছে পুরোদমে। দেশবাসীর একটাই প্রশ্ন কবে করোনার ভ্যাকসিন আসবে। তবে, এবছর সেই সম্ভাবনা নেই বলেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

রবিবার এপ্রসঙ্গেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানব কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন জানান, ঠিক কবে ভ্যাকসিন বাজারে আসবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, ২০২১ সালের প্রথম তিনমাসের মধ্যেই তা চলে আসবে। তিনি এও নিশ্চিত করেন, টিকার দাম যতই হোক না কেন, যাঁদের এই ভ্যাকসিন সবচেয়ে বেশি জরুরি, তাঁরাই সবার আগে পাবেন। এক্ষেত্রে প্রবীণ নাগরিক ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা তালিকার শীর্ষে রয়েছেন। যদিও ভ্যাকসিন আসার পরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।