কৃষি বিল নিয়ে রাজ্যসভায় তুমুল গণ্ডগোলের ঘটনায় বরখাস্ত করা হল ডেরেক ও’ব্রায়েন সহ ৮ সাংসদকে। সাসপেনশনের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেনও। রয়েছেন ৩ কংগ্রেস সাংসদ, আম আদমি পার্টি এবং সিপিএমের ২ সাংসদও। রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করার পরই বিরোধী সাংসদরা প্রবল বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে চলে বিক্ষোভ। শুরু হয়ে যায় প্রবল হইহট্টগোল। প্যানেল চেয়ারপার্সনের চেয়ারের সামনে দাঁড়িয়ে সংসদের রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ছিঁড়ে ফেলা হয় বিলের প্রতিলিপি। এই ঘটনার পর সোমবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বিরোধী সাংসদদের আচরণের তীব্র নিন্দা করে আটজনকে সাসপেন্ড করার সিধান্ত নেন। আগামী এক সপ্তাহের জন্য সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন না এই ৮ সাংসদ।