Date : 2024-04-25

আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী, সাজা ঘোষণা আগামী বুধবার

প্রায় দুবছর পর আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর স্ত্রী অনিন্দিতা পাল। ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। ওই বছরেরই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিশ। বারাসত কোর্টে মামলা শুরু হয়। মামলার তদন্তে একাধিক রহস্য সামনে আসে। তদন্তে উঠে আসে, গলায় মোবাইল চার্জারের তার পেচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় রজতবাবুকে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে অনিন্দিতা জামিন পেলেও মুল মামলা চলছিল বারাসত আদালতে। কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত কুমার দে হত্যা মামলায় স্ত্রী অনিন্দিতা পালকে‌ সোমবার দোষী সাব্যস্ত করে বারাসত আদালত। খুন ও তথ্যপ্রমাণ লোপাটের ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই মামলার সাজা ঘোষণা।

এদিকে, পুত্রবধূ দোষী সাব্যস্ত হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে নিহত রজতের পরিবার। অনিন্দিতার চরম শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা। রায় শুনে অবশ্য উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনিন্দিতার আইনজীবী। আগামী ১৬ সেপ্টেম্বর বিচারক কী সাজা দেন, সেদিকেই তাকিয়ে দু’পক্ষ।