Date : 2021-10-26

মারা গেলেন কিংবদন্তি গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম, বয়স হয়েছিল ৭৪ বছর

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। মাঝে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলেন শিল্পী। অবশেষে থামল সেই লড়াই। শুক্রবার দুপুর ১.০৪ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত গায়ক এসপি বালাসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বিশিষ্ট এই গায়কের মৃত্যুর খবরে সুরের জগতে নেমে এসেছে শোকের ছায়া।