করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার হাসখালি থানার সাব-ইন্সপেক্টর নিমাই চন্দ্র মণ্ডলের। জানা গিয়েছে, বহরমপুরের বাসিন্দা বছর ৫৪ র নিমাই চন্দ্র মন্ডল বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লালা রস দিয়ে আসেন কোভিড টেস্টের জন্য। ১৯ সেপ্টেম্বর রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে কৃষ্ণনগর কোভিড হাসপাতালে ভর্তি করা হয় নিমাইবাবুকে। চিকিৎসা চলাকালীন সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। পরিবার সুত্রে খবর, হাই সুগারের রোগী ছিলেন নিমাইবাবু। করোনা আক্রান্ত হওয়ার পর রক্তচাপ অনেকটাই বেড়ে যায় তাঁর।