বড় সাফল্য পেল এনআইএ। বাংলা ও কেরল থেকে গ্রেফতার ৯ আল-কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, শনিবার সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকে আরও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। উদ্ধার প্রচুর বিস্ফোরক, বুলেটপ্রুফ জ্যাকেট, নথি। ধৃতদের সঙ্গে পাক আল কায়দা মডিউলের যোগ রয়েছে বলে এনআইএ সুত্রে খবর। ধৃত জঙ্গিরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে জানা গিয়েছে।
এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান নামে ৬ জনকে। গোয়েন্দাদের দাবি, এরা প্রত্যেকেই আল কায়দার ভারতীয় শাখার সক্রিয় সদস্য। অন্যদিকে, একই সঙ্গে এনআইএ অভিযান চালায় কেরলের এর্নাকুলামে। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস ও মোশারফ হোসেনকে। এনআইএ-র গোয়েন্দাদের দাবি, কেরল থেকেও যাদের পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যেও দু’জন আবার এ রাজ্যের মুর্শিদাবাদেরই বাসিন্দা। গোটা নেটওয়ার্ক চলছিল মুর্শিদাবাদ থেকেই। ধৃতদের কাছ থেকে জিহাদি বইপত্র থেকে শুরু করে বিস্ফোরক, ধারাল অস্ত্র, আইইডি, বডি আর্মার সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও দাবি, পাকিস্তান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সদস্য সংগ্রহ করেছে। এই মডিউলটির পরিকল্পনা ছিল দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানো।