Date : 2024-04-19

২১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, মানতে হবে সরকারি নির্দেশিকা

দীর্ঘ ছুটি কাটিয়ে অবশেষে খুলছে স্কুলের দরজা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে স্কুল খুলবে। কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খুলবে স্কুল। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। সেক্ষেত্রে লাগবে অভিভাবকের লিখিত অনুমতি। কনটেনমেন্ট জোনের আওতায় পড়ে না এমন স্কুলগুলিতে প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে যেতে পারবে ছাত্র ছাত্রীরা। শিক্ষককেও ননকনটেনমেন্ট জোনের হতে হবে। স্কুল চত্বরে মানতে হবে সামাজিক বিধি। ছাত্র শিক্ষক সবাইকেই বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মাস্ক পরতে হবে সকলকে। পঠনপাঠন শুরুর আগে ও শেষ হওয়ার পর ক্লাসরুম জীবাণুনাশ করতে হবে। স্কুলে বায়োমেট্রিকের ব্যবহার আপাতত বন্ধ রাখা হবে।