Date : 2024-04-20

পুরুলিয়ায় রিয়াদের আদি বাড়ি, রিয়ার গ্রেফতারিতে কী বলছেন পাড়া প্রতিবেশীরা ?

পুরুলিয়ার ছোট্ট গ্রাম তুনতুড়ি। এই গ্রামেই আদি বাড়ি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। রিয়ার জন্ম ব্যাঙ্গালোরে হলেও তাঁর পূর্ব পুরুষরা এই গ্রামেই বসবাস করতেন। হলদে রঙের সেই দোতলা বাড়ির আজ জীর্ণ দশা। জঙ্গলে মুখ লুকিয়েছে গোটা বাড়ি। মরচে ধরেছে দরজার তালায়। বছর বাইশ আগে তাঁদের দুর্গাপুজোয় একবার বাবার সঙ্গে তুনতুড়িতে এসেছিলেন রিয়া। তখন তিনি ছোট ছিলেন। তারপর আর আসেননি এখানে। সেই ছোট্ট রিয়ার সঙ্গে আজকের রিয়াকে মেলাতে পারছেন না তুনতুড়িবাসী। সুশান্ত মামলায় মাদক যোগে রিয়ার গ্রেফতারি কিছুতেই মানতে পারছেন না তাঁরা। রিয়া এবং রিয়ার পরিবারকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে মনে করছেন অনেকে।

তুনতুড়ির চক্রবর্তী পরিবারের এক কালে বিরাট নামডাক ছিল। তাঁদের চালু করা দুর্গাপুজো কয়েকশো বছরের পুরনো। রিয়ার পূর্বপুরুষের দেওয়া জমিতেই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। রিয়ার নামে যে সব অভিযোগ রয়েছে, তা তাঁদের পরিবারের ঐতিহ্যের সঙ্গে মানায় না। রিয়াদের পূর্বপুরুষ এক সময় এই গ্রামে বাস করলেও দীর্ঘদিন তাঁদের এখানে আসা-যাওয়া বিশেষ ছিল না। তবুও সেই মেয়ের নামে যে অভিযোগ উঠেছে, তা এক কথায় মানতে নারাজ তুনতুড়ি।