মৃতদেহ বৃহস্পতিবার রাতে উদ্ধার হলেও, ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর মৃত্যু হয়তো তারও আগে হয়েছিল। খুব সম্ভবত বুধবার রাতেই মারা যান তিনি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। ময়নাতদন্তের রিপোর্টে আরও বলা হয়েছে, মস্তিস্কে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয় প্রখ্যাত এই ফ্যাশন ডিজাইনারের। ফলে তাঁর মৃত্যুের কারণ নিয়ে একদিকে যেমন কিছুটা ইঙ্গিত মিলল, একইসঙ্গে নতুন কিছু প্রশ্নেরও অবতারণা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ নিজের ব্রড স্ট্রিটের বাড়িতেই মৃতদেহ উদ্ধার হয় শর্বরীদেবীর। এরপরই কিছু কিছু বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাড়ির লোক জানতে পারলেন না কেন। বাড়ির লোক কি তাঁর খোঁজ রাখেননি। সব বিষয়ই খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড শাখা।