Date : 2024-04-26

খুলে দেওয়া হোক সিনেমা হলও, কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি ইমপার

লকডাউন পেরিয়ে আনলক ৪। কোভিড-কাঁটায় এখনও বিদ্ধ রাজ্যের সিঙ্গল স্ক্রিন-সহ সব সিনেমা হল। গত মার্চ থেকে কাজ নেই সিঙ্গল স্ক্রিনের সঙ্গে যুক্ত হাজার-হাজার কর্মীর। রোজগার শূন্য। পরিস্থিতি রীতিমতো সঙ্গীন। যদিও এখনও সিনেমা হল খোলার ছাড়পত্র দেয়নি কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বুধবার ইমপার পক্ষ থেকে কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইস্ট্রান ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত এবং এক্সিবিটর সেকশনের চেয়ারম্যান রতন সাহা। তাঁদের বক্তব্য, একে একে অনেককিছু খুলে দেওয়া হয়েছে আনলক পর্বে। কিন্তু সিনেমা হলের প্রশ্নে সরকার যেন উদাসীন। ফলে তীব্র হয়ে উঠছে আর্থিক সঙ্কট। সমস্যায় পড়েছেন বাংলার জেলায় জেলায় টিকে থাকা আড়াইশোর কাছাকাছি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। কর্মীদের বেতন দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না হল মালিকদের।