Date : 2024-04-28

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা সহ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

প্রতিদিন বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আদ্রতা জনিত অসস্তিতে দিন কাটছে রাজ্যবাসীর। তবে, ভাদ্রের শেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। তবে, এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।