Date : 2024-04-19

ঘর ওয়াপসিতে মমতাকে সন্ধির বার্তা বিমল গুরুংয়ের, এনডিএ ছাড়ার ঘোষণা

একুশের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড় এনে দিলেন একসময়ের পাহাড়ের শেষ কথা তথা গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষনেতা বিমল গুরুং। পঞ্চমীর বিকেলে হঠাৎই উদয় হন বহুদিন পাহাড় তথা রাজ্য ছাড়া বিমল। সল্টলেকের গোর্খা ভবনের সামনে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন বিশ্বস্ত সঙ্গী রোশন গিরিও। এরপরই কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন গুরুং। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে গুরুং বলেন, গোর্খাল্যান্ড নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখেননি নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাই তিনি আর এনডিএতে থাকতে চান না। সম্পর্ক ছিন্ন করতে চান বিজেপির সঙ্গেও। এখানেই শেষ নয়। বিমল গুরুং বলেন, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই।