বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি। মল্লিক ফটকে ব্যারিকেডের কাছে মিছিল পৌঁছতেই কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে পুলিশ। এতে মিছিলকারীরা কিছুটা পিছিয়ে যায়। রাস্তা ঢেকে যায় ধোঁয়ায়। শুরু হয় ইটবৃষ্টি। জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বিজেপির মিছিল কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশ সূত্রে দাবি, হাওড়া ময়দানে এক বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকায় বোমাও পড়ে। মিলেছে বোমার সুতলি। হাওড়া ময়দানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠির ঘায়ে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আক্রান্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।