Date : 2021-08-06

করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাঠানো হল আইসোলেশনে

জৈব বলয়ে ছিলেন। নিয়ে ছিলেন যাবতীয় সুরক্ষাও। তাতেও করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ান রোনাল্ডো। সিআর সেভেনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে মঙ্গলবার জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। করোনা পরিস্থিতির মধ্যেই চলছে নেশনস লিগের খেলা। জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন রোনাল্ডোও। সম্প্রতি ফ্রান্সের সঙ্গে পর্তুগালের খেলা ছিল। এরপর একটি ফ্রেন্ডলি ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। দুটি ম্যাচেই মাঠে নেমেছিলেন রোনাল্ডো। বুধবার নেশনস লিগে পর্তুগালের প্রতিপক্ষ সুইডেন। সেই ম্যাচের আগে ফুটবলারদের ফের একদফা করোনা পরীক্ষা হয়। তাতেই রোনাল্ডোর রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই আইসোলেশনে পাঠানো হয় রোনাল্ডোকে।