Date : 2021-05-07

জেমস বন্ড খ্যাত অভিনেতা শন কোনারির জীবনাবসান

সিনেমার পর্দায় বহু শত্রুকে পরাজিত করেছিলেন, বহু অসম্ভবকে সম্ভব করেছিলেন। জীবনের শেষ যুদ্ধে মৃত্যুর কাছে হার মানতে হল ০০৭ জেমস বন্ড খ্যাত কিংবদন্তি সেই অভিনেতা শন কোনারিকে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ইয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত জেমস বন্ড সিরিজকে সত্তরের দশকে সিনেমায় আনা হয়। প্রথম জেমস বন্ড হিসাবে বেছে নেওয়া হয় স্কটিশ অভিনেতা জেমস বন্ডকেই। ডক্টর নো, নেভার সে এগেইন নো-সহ বেশ কয়েকটি সিনেমায় বন্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। যা তাঁকে জনপ্রিয়তার নয়া শিখরে পৌঁছে দিয়েছিল। পরবর্তী সময়ে আরও কয়েকজন অভিনেতা বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। তবে জনপ্রিয়তায় আজও প্রথম সারিতেই রয়ে গিয়েছেন শন কোনারি। শনিবার বাহামা দ্বীপপুঞ্জে ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে পাড়ি দেন বিখ্যাত এই অভিনেতা।