৪ অক্টোবর থেকে প্রতি রবিবার মেট্রো চলবে। এই সুখবর আগেই দিয়েছিল কলকাতা মেট্রো। এবার মেট্রোর যাত্রীদের জন্য আরও ভালো খবর। ৫ অক্টোবর (সোমবার) থেকে শেষ মেট্রোর সময়সীমাও বাড়ানো হল। ওইদিন থেকে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো চলাচল করবে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৭টা ৫৩ মিনিটে। রবিবারের মেট্রোর সময়সীমা অবশ্য অপরিবর্তিতই থাকবে। রবিবার সকালের প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০ টা ১০-এ।