Date : 2024-04-26

ফাইনালে নোভাককে ছিন্নভিন্ন করলেন নাদাল, ফেডেরারের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের নজির স্পর্শ

সর্বকালের সেরা কে।এই সময়ে সেরার সেরা কে। টেনিস বিশ্ব জানে এককথায় এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। প্যারিসে সুপার সানডেতে দুই প্রশ্নেরই যেন অনায়াস জবাব দিলেন রাফায়েল নাদাল। পুরুষদের মধ্যে সর্বকালের সেরা কে, এতদিন এই প্রশ্নের উত্তর একটাই ছিল। রজার ফেডেরার। টেনিসের ওপেন এরায় সুইস এই কিংবদন্তি জয় করেছেন ২০টি গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব। রবিবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন নাদাল। রজার ও ফেডেরারের মধ্যে ম্যাচ এখন ২০-২০। রজার টেনিসকে বিদায় না জানালেও বয়সের ভারে ক্লান্ত। তার পক্ষে নতুন করে খেতাব জয় সম্ভব কিনা তা নিয়ে টেনিস মহলের সংশয় রয়েছে। ফলে ২১-এ প্রথম পৌঁছনোর প্রশ্নে আপাতত অ্যাডভান্টেজ নাদালই। সাম্প্রতিক বছরগুলিতে নোভাক জকোভিচের কাছে বারবার পরাস্ত হয়েছেন নাদাল। এই সময়ে শ্রেষ্ঠত্বের প্রশ্নে নোভাক বারবার বুঝিয়েছেন তিনিই সেরা। বিশ্ব ক্রম তালিকায় তাই নোভাক ১ আর নাদাল ২। ১৭টি গ্র্যান্ড স্লাম জয় করে রজার ও নাদালকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন নোভাক। আর বেশিদিন নয়। তিনিই হবেন সেরার সেরা। রবিবার ফাইনালে নোভাকের হিসাবটাই যেন গোলমাল করে দিলেন রাফা। কী নির্মমভাবেই না হারালেন তাঁর এই সময়ের প্রধান প্রতিদ্বন্দ্বীকে। ৬-০, ৬-২, ৭-৫. ফাইনালে নোভাককে যেন দাঁড়াতেই দিলেন না রাফা। তাঁর পছন্দের ক্লে কোর্টে বুঝিয়ে দিলেন তিনিই শেষ কথা। রজার-রাফা যেখানে ২০-২০, সেখানে রাফা-নোভাক এখন ২০-১৭।