Date : 2024-03-19

ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই, ৭ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর থেকে মমতার জনসভা শুরু

বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে ইঞ্চিতে ইঞ্চিতে ভোটের লড়াই শুরু হয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। সেই লড়াইয়ে ময়দানে রয়েছে বাম-কংগ্রেস জোটও। তবে মূল লড়াই আপাতত ছোট ফুল ও বড় ফুলের মধ্যেই যেন সীমাবদ্ধ।শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি তৃণমূল শিবিরকে যতটা অস্বস্তিতে ফেলেছে, ততটাই জোশ বাড়িয়েছে বিজেপির। রাজ্যে ইতিমধ্যেই সাংগঠনিক বৈঠক সেরে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তার মধ্যে প্রধান মুখ নিঃসন্দেহে অমিত শাহ। বঙ্গ বিজেপিকে দুশোর বেশি আসন জয়ের টার্গেটও সেট করে দিয়েছেন তিনি। এমনই এক প্রেক্ষাপটে বাঁকুড়ার শুনুক পাহাড়ি ময়দানে ইতিমধ্যেই প্রথম জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। তাই ৪ ডিসেম্বর জেলা নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মমতা। এরপরই ৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে কলেজ মাঠে রাজনৈতিক জনসভা করবেন তিনি। সেই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে পাশের জেলা, যা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত, পূর্ব মেদিনীপুরের সব দলীয় বিধায়ককে।