Date : 2024-03-18

হাওড়া ও শিয়ালদহে অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন শুক্রবার থেকেই

বুধবার ও বৃহস্পতিবার, প্রথম দু-দিনেই বোঝা গিয়েছে লোকাল ট্রেন ফিরছে আগের মেজাজেই। ট্রেনের সংখ্যা অপেক্ষাকৃত কম হওয়ায় অফিস টাইমে কার্যত গায়ে গা লাগিয়েই ট্রেন সফর করতে হয়েছে যাত্রীদের। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বিধির ব্যবস্থা করা হলেও তা বহু ক্ষেত্রেই রক্ষিত হয়নি। সব বিধি ব্যবস্থাই হয়ে দাঁড়িয়েছে খাতায় কলমে। নিরুপায় যাত্রীরাও বাধ্য হয়েছেন পাশের যাত্রীর গা ঘেষে দাঁড়াতে। এই অবস্থায় যাত্রীদের বক্তব্য অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত। একই বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বৃহস্পতিবার ভবানী ভবনে বৈঠকে বসে রাজ্য ও রেল। ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকেই রাজ্যের দেওয়া অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানোর প্রস্তাবে সহমতি জানায় রেল। সেইমতো শুক্রবার থেকেই হাওড়া ও শিয়ালদহ শাখায় অফিস টাইমে ৯৫ শতাংশ ট্রেন চালানো হবে।