Date : 2024-04-19

বিহারে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মহাগঠবন্ধন, ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত

বিহারে তিন দফার ভোট শেষ। ১০ নভেম্বর, মঙ্গলবার হবে গণনা। জানা যাবে জনতা জনার্দনের রায়। তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে এনডিএ জোটের তুলনায় সামান্য এগিয়ে রইল আরজেডি, কংগ্রেস, বামেদের মহাগঠবন্ধন। খানিকটা হলেও ত্রিশঙ্কু বিধানসভারই ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষাগুলিতে। ২৪২ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন সর্বভারতীয় নিউজ চ্যানেল ও সংস্থা কে কী বলল সে দিকে নজর রাখা যাক।

জন কী বাতের এক্সিট পোলে বলা হয়েছে ৯১ থেকে ১১৭টি আসন পেতে পারে বিজেপি-জেডিইউয়ের এনডিএ। সেই তুলনায় বেশি আসন দেওয়া হয়েছে আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনকে। দেওয়া হয়েছে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যান্যকে দেওয়া হয়েছে ৩ থেকে ৬টি আসন। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৫ থেকে ৮টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

টাইমস নাও-সি ভোটার। এনডিএ ১১৬। মহাগঠবন্ধন ১২০। অন্যান্য ৬। এলজেপি ১।

এবিপি নিউজ-সি ভোটার। এনডিএ ১০৪-১২৮। মহাগঠবন্ধন ১০৮-১৩১। অন্যান্য ৪-৮।

টিভি নাইন ভারতবর্ষ। এনডিএ ১১৫। মহাগঠবন্ধন ১২০। অন্যান্য ৪। এলজেপি ৪।

ইটিজির সমীক্ষা। এনডিএ ১১৪। মহাগঠবন্ধন ১২০।

জনমত সমীক্ষা অতীতে সবসময় মিলেছে এমনটা নয়। কখনও মিলেছে, কখনও মেলেনি। পুরোটাই জনমতের পূর্বাভাস। তবে বিহারে এবার নীতীশের জন্য হাওয়া যে সুবিধার নয় তা মালুম হচ্ছে। আসল ছবিটা পরিস্কার হবে মঙ্গলবার ভোট গণনা শুরুর পর থেকেই।