Date : 2024-04-20

বাংলায় বহিরাগত তাণ্ডব, ব্রাত্যর সাংবাদিক সম্মেলনে বাঙালি-অবাঙালি তত্ত্ব

সরাসরি নয়। প্রচ্ছন্নভাবে যা বললেন বা বলতে চাইলেন তাতে একটা কথাই স্পষ্ট। বহিরাগত তত্ত্ব পেরিয়ে বাঙালি-অবাঙালি তত্ত্বে পা রাখছে বা রাখতে চলেছে তৃণমূল। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের মুখে মাঝেমধ্যেই তিন সংখ্যার ঝলকানি। ৩৫৬। জরুরি অবস্থা বা ৩৫৬ ধারা জারির কথা ঠারেঠোরে বলেই চলেছেন বিজেপি নেতারা। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মুখেও সে কথা শোনা গিয়েছে। দুপুরে সাংবাদিক সম্মেলনে যেন এরই জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, “কিছু না কিছু বহিরাগত লোক, যারা বিজেপির পক্ষে রাজ্যে এসে হঠাৎ ঘোরাঘুরি করছেন। বাংলার সংস্কৃতি না জানা, বাংলার প্রাকৃত সংস্কৃতি না জানা, রবীন্দ্রনাথকে না জানা, বিরসা মুন্ডাকে না জানা লোকেরা বাংলা ও বাঙালিকে নানাভাবে ছোট করছেন।আমরা বলব এই বহিরাগত তাণ্ডব বিদ্যাসাগরের মূর্তি ভাঙারই একটা পরম্পরা। তারই একটা সম্প্রসারণ। সঙ্কীর্ণ আমরা বাঙালি জাতীয় চিন্তাভাবনা এটা নয়।”