Date : 2024-03-19

মারাদোনার মৃত্যুতে বিতর্কে ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো

চিরবিদায় নিয়েছেন ফুটবলের রাজপুত্র। বাঁধভাঙা শোক অনেকটাই থিতিয়ে এসেছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় হঠাৎ করেই প্রশ্ন উঠে গিয়েছে মারাদোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে। অভিযোগের তির মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে। তদন্তের স্বার্থে চলছে জেরা, তল্লাশি। লিওপোল্ডোর বক্তব্য, তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। মস্তিস্কে অস্ত্রোপচারের পর থেকে তিনি ছিলেন বুয়েনস আইরেসের বাড়িতেই। সেখানে তাঁর ঠিকঠাক চিকিৎসা হয়নি বলে অভিযোগ করেছেন মারাদোনার মেয়েরা। অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই লুকের বাড়ি ও অফিস থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। সিজ করা হয়েছে মারাদোনার চিকিৎসা সংক্রান্ত সব রেকর্ড, লুকের মোবাইল ফোন ও কম্পিউটার। তদন্তের স্বার্থে কথা বলা হয়েছে মারাদোনার পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। জেরায় যে অভিযোগ উঠে এসেছে তাতে তল্লাশির প্রয়োজন ছিল বলে জানিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। অন্যদিকে লিওপোল্ডোর অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে। মৃত্যুর কোনও দায় তাঁর নেই। তবে তদন্তে তিনি সবরকম সহায়তা করতে তৈরি।