Date : 2021-10-29

রাজ্যের আর্জি খারিজ, ছটপুজোয় হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। শুক্রবার ও শনিবারের ছটপুজো নিয়ে দুই কোর্টেই খারিজ হল কেএমডিএ-র আর্জি। কোভিড পরিস্থিতিতে সংক্রমণ ও দূষণ এড়াতে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না। জাতীয় পরিবেশ আদালত ও কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্টও। আগের রায় বহাল রেখে ছটপুজো নিয়ে বৃহস্পতিবার একই কথা জানিয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।