Date : 2021-10-29

এক জীবনে অনেক জীবন, ভাইফোঁটার দিনেও বাংলা সৌমিত্রময়

পার হয়ে গিয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়। ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বাংলার ঘরে ঘরে আজ পালিত হচ্ছে ভাইফোঁটা। উৎসবের সেই আমেজের মধ্যেও বাংলা সৌমিত্রময়। পাড়ায়-পাড়ায়, সোশ্যাল মিডিয়ায় শুধুই তাঁকে নিয়ে চর্চা আর স্মৃতিচারণ। সেরা সিনেমা কোনটা, সেরার সেরা কোনটা, অপু না ফেলুদা, সৌমিত্র না উত্তম, চিরকালীন সেই আলোচনা আরও দীর্ঘতর হয়েছে। যদিও কোনও তর্কেরই মীমাংসা হয়নি। আসলে সেই মীমাংসা কেউ চানওনি। সৌমিত্র মানে পাশের বাড়ির ছেলে। তার অনেক নাম। সে কখনও অপু, কখনও ক্ষিদ্দা, কখনও প্রখর মগজাস্ত্রের অধিকারী এক গোয়েন্দা। যার নাম ফেলুদা।