Date : 2024-04-24

২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণার আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিন হবে। স্বাধীনতার ৭ দশক পরেও বাঙালির এই ইচ্ছা আজও পূরণ হয়নি। নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে আজও জাতীয় ছুটির দিন ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। সামনেই ফের একটা তেইশে জানয়ারি। বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির কাছে যা অত্যন্ত আবেগের ও গর্বের দিন। এমন আবহেই তেইশে জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ২০২২ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের এই জাতীয় নায়ক প্রজন্মের পরে প্রজন্ম ধরে ভারতবাসীর অনুপ্রেরণা। সেই জাতীয় নায়ককে যোগ্য সম্মান জানাতে তাঁর জন্মবার্ষিকীকে ফের জাতীয় ছুটি ঘোষণার অনুরোধ জানাচ্ছি। নেতাজি অন্তর্ধান রহস্যেরও এবার সম্পূর্ণ উদঘাটন হওয়া উচিত বলে চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চিঠিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই চিঠির মাধ্যমে নেতাজিকে নিয়ে বাঙালি জাতীয়তাবাদের বিষয়টিকেই তিনি উসকে দিতে চেয়েছেন বলে মনে করছেন তারা। এ এমন এক বিষয়ে অনুরোধ যা আর পাঁচটা অনুরোধের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যা কখনই এককথায় খারিজ করা যায় না। বল তাই আপাতত প্রধানমন্ত্রীর কোর্টেই।