Date : 2022-06-26

রাজ্যে করোনায় সুস্থের সংখ্যা চার লক্ষ ছাড়াল, সুস্থতার হার বেড়ে ৯২.০৪ শতাংশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্মমুখী। বাড়ছে সুস্থতার সংখ্যা ও সুস্থতার হার। সরকারি তথ্য অনুযায়ী একই ছবি রাজ্যেও। মঙ্গলবার রাতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার লক্ষের বেশি আক্রান্ত। সংখ্যার হিসেবে ৪ লক্ষ ৩ হাজার ৩৪০। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯২.০৪ শতাংশ। আরও ৫২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৬৬। বর্তমানে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ১১১।