Date : 2024-04-23

মারাদোনার পরে আর্জেন্তিনায় আর এক ইন্দ্রপতন, প্রয়াত কোচ আলেজান্দ্রো সাবেলা

২০১৪ ফুটবল বিশ্বকাপের কথা হয়তো এখনও অনেকেরই মনে আছে। ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মারাদোনার দেশ। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ। জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মেসিদের। আর্জেন্তিনার সেই দলেরই কোচ ছিলেন আলেজান্দ্রো সাবেলা। বুধবার মাত্র ৬৬ বছর বয়সেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন প্রখ্যাত এই কোচ। শুধু কোচ বললে কমই বলা হয়। ক্লাব ফুটবলে নামকরা ফুটবলার ছিলেন এই তারকা। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড, লিডস ইউনাইটেডে খেলেছিলেন। জাতীয় দলের হয়ে ৮টি ম্যাচে খেলার সুযোগ পান। ফুটবলার হিসাবে কেরিয়ার শেষ করার পরে মনোনিবেশ করেন কোচিংয়ে। এই পর্বে তিনি পাশে পান কিংবদন্তি ফুটবলার ড্যানিয়েল পাসারেলাকে। ২০১১ সালে আর্জেন্তিনার জাতীয় দলের ম্যানেজার করা হয় তাঁকে। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু ট্রফি তাঁর ভাগ্যে ছিল না। তাই দেশে ফিরেই পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন। আর্জেন্তিনার ফুটবলপ্রেমীদের কাছে সাবেলার মৃত্যুও তাই জাতীয় নক্ষত্রকে হারানোরই সমান।