Date : 2024-04-26

তৃণমূলে যোগদান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতার, খাঁ পরিবারে গৃহযুদ্ধ?

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমল-সহ চার দলের ১০ জন বিধায়ক, একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ। ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি শিবিরে পাল্টা ধাক্কা দিল তৃণমূল। খাঁ পরিবারে গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। সোমবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন সুজাতা। তাঁর বক্তব্য, বিজেপিতে যোগ্য সম্মান পাইনি। তৃণমূলের সদস্য হয়ে নিজেকে ধন্য মনে করছি। তাঁর আশা , সৌমিত্র খাঁর শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশা রাখেন। সৌমিত্রও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন বলেও তাঁর আশা। একসময় তৃণমূলেই ছিলেন সৌমিত্র খাঁ। তৃণমূলের হয়ে সাংসদও হয়েছিলেন। কিন্তু পরে সুর কাটে। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌমিত্রর। একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। সেই পর্বে যোগ্য সহধর্মিণী হিসাবে সৌমিত্রর পাশে থাকতে দেখা গিয়েছিল সুজাতাকে। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় বিষ্ণুপুরে সৌমিত্রর হয়ে কার্যত একাই লড়াই করতে দেখা গিয়েছিল সুজাতাকে। সেই সুজাতার এই ভোলবদলে বঙ্গ রাজনীতিতে ঢেউ উঠেছে। এও কি পারিবারিক বোঝাপড়া? নাকি স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? রাজনীতি যেখানে সম্ভাব্যতার শিল্প, সেখানে অবশ্য সবই সম্ভব।