Date : 2024-03-29

প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক পদে দ্রুত নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা ভোটের আগে প্রাথমিক শিক্ষক পদে বড়সড় নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। নিয়োগ হবে ১৬ হাজার ৫০০টি শূ্ন্যপদের জন্য। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিক্ষক নিয়োগের ব্যাপারে বুধবারই জারি হবে বিজ্ঞপ্তি। অত্যন্ত দ্রুততার সঙ্গে হবে এই নিয়োগ। ১০ জানুয়ারি শুরু হবে ইন্টারভিউ পর্ব। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ইন্টারভিউ পর্ব শেষ হলেই দ্রুত তৈরি করা হবে সফল প্রার্থীদের প্যানেল। সেইমতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেট পরীক্ষা হবে। এতে পরীক্ষার্থী থাকবেন প্রায় আড়াই লক্ষ।