Date : 2024-04-27

পঞ্জাবের পথে কেরল, তিন কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাবনা পাশ

পঞ্জাবের পথে এবার বামশাসিত কেরল। কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাবনা পাশ করল রাজ্যের বাম সরকার।বৃহস্পতিবার কেরল বিধানসভায় পাশ হল তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাবনা। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার না করলে দুর্ভিক্ষের দিকে এগোবে কেরল। আগামী দিনে কেরলে খাদ্যসামগ্রীর আমদানি বন্ধ হয়ে গেলে রাজ্যে খাদ্য সঙ্কট দেখা দেবে। বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে প্রথমে অনুমতি দিতে রাজি হননি রাজ্যপাল আরিফ মহম্মদ। কীসের ভিত্তিতে বিশেষ অধিবেশনের প্রয়োজন, তার জবাব চেয়েছিলেন তিনি। রাজ্যপাল এও বলেছিলেন, মুখ্যমন্ত্রী এমন একটি বিষয়ের জন্য বিশেষ অধিবেশন ডাকতে চাইছেন, যার কোনও সমাধান নেই। কিন্তু তার পরেও বিশেষ অধিবেশন ডাকতে চেয়ে রাজভবনে প্রস্তাব পাঠান পিনারাই। শেষ পর্যন্ত সংঘাতের আবহ কাটিয়ে অনুমোদন দেন রাজ্যপাল। অধিবেশনে প্রস্তাবনা পাশ করাতে কোনও বেগ পেতে হয়নি কেরল সরকারকে। বিরোধী কংগ্রেসও এই প্রস্তাবনাকে সমর্থন করেছে।