Date : 2024-04-18

বহিরাগতদের বাংলা দখল করতে দেব না, মেদিনীপুরে জনসভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

শুভেন্দু-পর্বের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক জনসভা। মেদিনীপুর কলেজ মাঠে ভিড়ে ঠাসা সেই জনসভায় হাজার-হাজার মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাস নিশ্চিতভাবেই স্বস্তি দিল তৃণমূল সুপ্রিমোকে। জনসভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহিরাগতদের বাংলা দখল করতে দেব না। বিজেপি-কংগ্রেস ও সিপিএমকে এক ব্রাকেটে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক। কৃষক সংগঠনগুলির মঙ্গলবারের ভারত বনধকে সমর্থনের কথাও জানান মমতা। ব্লকে ব্লকে আন্দোলনের কথাও ঘোষণা করেন তিনি। কৃষি আইন ফের প্রত্যাহার করার দাবিও জানান তিনি। এদিনের সভা থেকে বিজেপিকেই মূল নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সুর থেকে তিনি যে খুব সরেছেন তা বলা যায় না। কৃষক আন্দোলনের কথা তুলে ধরে মমতা বলেন, আমি সিঙ্গুর-নন্দীগ্রামের কথা ভুলিনি। তিনি বলেন, যে কোনও দিন রেল সেল হয়ে যাবে।