Date : 2024-04-26

শুভেন্দুর আশঙ্কাকে বিশেষ গুরুত্ব, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যপাল

বিধায়ক পদ ছাড়ার পরেই রাজ্যপালকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক সেই চিঠির ছত্রে ছত্রে ছিল উদ্বেগ। তাঁর আশঙ্কা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি। তাই রাজ্যপাল যেন হস্তক্ষেপ করেন ও উপযুক্ত নেন। বৃহস্পতিবার সেই হস্তক্ষেপই করতে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকরকে। মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে শুভেন্দুর আশঙ্কার প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন রাজ্যপাল। দীর্ঘ সেই চিঠিতে রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এই প্রশ্নে মুখ্যমন্ত্রীরও সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি লিখেছেন, পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার জন্য আপনাকে সুনির্দিষ্টভাবে অনুরোধ করলেও আপনার তরফে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।