তৃণমূল ছেড়ে নিজেই দল গড়বেন? নাকি বিজেপিতে যাবেন ? বঙ্গেের ভোট পার্বণে শুভেন্দু-পর্বে এই প্রশ্নই সবকিছুকে ছাপিয়ে মাথা তুলেছে। সূত্রের খবর, আগামী শনিবারের মধ্যে ঘাসফুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ঘনিষ্ট মহল সূত্রের খবর, বুধ অথবা বৃহস্পতিবার দিল্লি যাবেন শুভেন্দু। উপলক্ষ হলদিয়া বন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব। ওই বন্দরের নাম স্বাধীনতা সংগ্রামী তথা হলদিয়া বন্দরের জনক সতীশচন্দ্র সামন্তের নামে চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু। সবকিছু ঠিক থাকলে ১৯ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় একই মঞ্চে দেখা যেতে পারে প্রাক্তন পরিবহণমন্ত্রীকে। সেই মঞ্চেই নাকি বহু চর্চিত দলবদল সম্পন্ন হবে। ১৯ ডিসেম্বর রাজ্যে এসে বনগাঁয় সভা করার কথা ছিল অমিত শাহের। সেই কর্মসূচির পরিবর্তন হয়েছে। পরিবর্তিত খবর, ১৯ তারিখ পূর্ব মেদিনীপুরে সভা করবেন অমিত।