Date : 2024-03-19

পান্তা ভাত খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে, গড়বেতায় বললেন শুভেন্দু

তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক সরু সুতোয় ঝুলছে। তৃণমূল সাংসদ সৌগত রায়কে বুধবার তিনি যে মেসেজ করেছেন তাতে বরফ গলার কোনও ইঙ্গিত মেলেনি। বৃহস্পতিবার শহিদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে দুটি সভায় যোগদান করেছিলেন শুভেন্দু। একটি পূর্ব মেদিনীপুরের তমলুকে, দ্বিতীয়টি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। দুটিই ছিল অরাজনৈতিক মঞ্চ। এমন মঞ্চে খুব বেশি কিছু বলবেন এমন প্রত্যাশা কমই ছিল। শুভেন্দুও সেই পথেই হেঁটেছেন। তবে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা যে ছিল না তাও বলা যাচ্ছে না। তমলুকে তিনি বলেছেন, তিনি বাংলার সন্তান, ভারতের সন্তান। কোনও রাজনৈতিক বিতর্কে যেতে চান না সে কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। অর্থাৎ তিনি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নন। বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বে শান দিয়েছে তৃণমূল। যার কাউন্টার করতে পাল্টা তত্ত্বের পথে হাঁটছে বিজেপিও। বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদান বেশি বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গড়বেতায় শুভেন্দু বলেছেন, পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া এই ছেলেটা আদর্শের জন্য লড়ছে ও লড়বে। এখানেও সেই ভূমিপুত্রের আওয়াজই শোনা গিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সূত্রের খবর, রবিবার সাংবাদিক বৈঠক করে বড় কোনও ঘোষণা করতে পারেন শুভেন্দু। তমলুক ও গড়বেতার মুড়ি-পান্তাভাত এরই ট্রেলার নয় তো?