বিজেপির খারাপ দিক বোঝাতে এতদিন সাম্প্রদায়িকতা, দাঙ্গা ইত্যাদির প্রসঙ্গ তুলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জঙ্গলমহলের পুরুলিয়ায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সঙ্গে দুটি জিনিসের তুলনা টানলেন তিনি। প্রথমত, বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর, তাই বিজেপি ক্ষমতায় এলে মাওবাদীরা ফের চলে আসবে। দ্বিতীয়ত, বিজেপিকে সাপের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন, কোবরার থেকেও বিষধর বিজেপি। এই রাজ্যে তার প্রধানতম প্রতিপক্ষ যে বিজেপিই এদিনের এইসব মন্তব্যেই বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। বাম, বিজেপি, কংগ্রেসকে এক তিন ভাই উল্লেখ করে তিনি অবশ্য তাঁর আগেকার জগাই, মাধাই ও বিদাইয়ের কথাও শুনিয়েছেন উপস্থিত মানুষকে। মুখ্যমন্ত্রীর ভাষণের আগে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের নতুন অন্যতম সহ-সভাপতি শতাব্দী রায়। শতাব্দী বলেন, লোকসভা ভোটে যা হয়েছে ভুলে যান। রাজ্যকে বাঁচাতে তৃণমূলকেই ফের ভোটটা দিন।