Date : 2024-04-20

কাক-হাঁস-মুরগির শয়ে-শয়ে মৃত্যু, দেশে ছড়াচ্ছে বার্ড ফ্লু-র আতঙ্ক

একে করোনায় রক্ষা নেই, বার্ড ফ্লু দোসর! নিউ নর্মালে ভারতের পাঁচটি রাজ্যের এখন এমনই অবস্থা। মৃত্যু হয়েছে শয়ে-শয়ে কাক, হাঁস, মুরগি, রাজহাঁসের। গত ১০ দিনে এত সংখ্যক পাখির অস্বাভাবিক মৃত্যু হয়েছে যে ছড়িয়েছে বার্ড ফ্লুর আতঙ্ক।বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা।যা এইচ ফাইভ এন ওয়ান নামেও পরিচিত।ভারতের ৬টি রাজ্যে এখনও পর্যন্ত এই আতঙ্ক সবচেয়ে বেশি। এই রাজ্যগুলি হল হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, হরিয়ানা ও গুজরাত। এর মধ্যে হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল ও রাজস্থানে বার্ড ফ্লুর অস্তিত্ব প্রশাসন সূত্রেই মেনে নেওয়া হয়েছে। কেরলে গত কয়েকদিনে ১২ হাজারের বেশি হাঁসের মৃত্যু হওয়ায় প্রতিবেশী রাজ্যের সীমানায় নজরদারি কঠোর করেছে তামিলনাড়ু ও কর্নাটক। বার্ড ফ্লু এক পশুপাখির দেহ থেকে অন্য পশুপাখির দেহে ছড়িয়ে পড়ে। ফলে হাঁস-মুরগি থেকে মানুষের দেহে যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অ়ঞ্চল। কেরলের চারটি জায়গাকে এখনও পর্যন্ত বার্ড ফ্লুর কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। হিমাচলপ্রদেশের কাংড়াকেও বার্ড ফ্লুর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে কয়েক হাজার রাজহাঁসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হরিয়ানার পাঁচকুলায় গত কয়েকদিনে কয়েক লক্ষ হাঁস, মুরগির মৃত্যু হয়েছে। এইসব রাজ্যের বহু এলাকায় বার্ড ফ্লুর সতর্কতা জারি করা হয়েছে।এইসব জায়গায় হাঁস, মুরগি, ছাগলের মাংস, মাছ, পোলট্রিজাত পণ্য, ডিমের কেনাবেচা ও সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।