Date : 2024-04-24

করোনার নয়া স্ট্রেনে রাশ টানতে ফের সম্পূর্ণ লকডাউনে ব্রিটেন

এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। নোভেল করোনা ভাইরাসের দাপটে এমনিতেই বেহাল দশা ছিল ব্রিটেনের। পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছিল। স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ব্রিটেনবাসী। কিন্তু বছরের শেষের দিকে ইংল্যান্ডে মিলেছিল করোনার এক নয়া প্রজাতি। যা ইউকে ভাইরাস নামেই বাকি বিশ্বে পরিচিতি পেয়েছে। সেই নয়া স্ট্রেন সংক্রমণের জেরে দলে দলে মানুষ আক্রান্ত হচ্ছেন। যা কার্যত দিশাহারা করে দিয়েছে ব্রিটিশ সরকারকে। কিছুদিন আগেই গণ টিকাকরণ শুরু হয়েছিল ব্রিটেনে। কিন্তু নতুন ইউকে স্ট্রেনের দাপটে সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের সম্পূর্ণ লকডাউনের পথেই হাঁটল বরিস জনসন প্রশাসন। মার্চের শেষ পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অর্থাৎ আড়াই মাসেরও বেশি সময় লকডাউনে বন্দি থাকবে ইংল্যান্ড। মঙ্গলবার এক টেলিভিশন বার্তায় দেশবাসীকে লকডাউনের কথা জানিয়ে দিয়েছেন জনসন। যা আজ, বুধবার থেকে কার্যকর হয়েছে।