Date : 2022-09-26

সিডনি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা, অভিষেক হচ্ছে নভদীপ সাইনির

সিরিজ আপাতত ১-১। অ্যাডিলেডে লজ্জার হার হয়েছিল ভারতের। মেলবোর্নে গর্বের জয় হয় ভারতের। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিডনিতে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। সিরিজের রাশ কোন দলের হাতে থাকবে বস্তুত তারই মঞ্চ হতে চলেছে এই টেস্ট। চোট ও অন্য কারণে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। মহম্মদ সিরাজের পরে এবার টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ পেসার নভদীপ সাইনির।

ঘোষিত ভারতীয় একাদশ – অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনা।