Date : 2024-04-29

ব্রিসবেন টেস্টে ভারতকে ৩২৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া, নাটকীয় সমাপ্তির মুখে সিরিজ

হাতে ১০ উইকেট। করতে হবে ৩২৮ রান। ব্রিসবেন টেস্টের শেষবেলায় ভারতকে ঠিক এমনই টার্গেট সেট করে দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ভারত বিনা উইকেটে ৪ রান তুলেছে। পঞ্চম তথা শেষ দিনে করতে হবে আরও ৩২৪ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও শুভমান গিল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ৩৩৬ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। অস্ট্রেলিয়া লিড পায় মূল্যবান ৩৩ রানের। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৯৪ রানে। অস্ট্রেলিয়া নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও ছোট ছোট পার্টনারশিপ স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করে স্টিভ স্মিথ। এছাড়া উল্লেখযোগ্য অবদান রাখেন ওয়ার্নার ৪৮, হ্যারিস ৩৮, গ্রিন ৩৭, প্যাট কামিন্স ২৮, পেইন ২৭, লিঁয় ১৩।ভারতের পক্ষে ৭৩ রানে ৫ উইকেট পান মহম্মদ সিরাজ। ৬১ রানে ৪ উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর। অর্থাৎ মঙ্গলবার খেলার শেষ দিনে উত্তেজনার যাবতীয় রসদ মজুদ। বাকি ৯৮ ওভারে ভারতকে তুলতে হবে ৩২৪ রান টেস্ট জিততে। খেলার গতিপ্রকৃতি প্রথম দু-ঘণ্টাতেই নির্ধারিত হয়ে যাবে। ভারত যদি বেশি উইকেট না হারায় বা রোহিত শর্মা বড় ইনিংস খেলেন সে ক্ষেত্রে ভারতের ভালো সম্ভাবনা থাকবে জয় তুলে নেওয়ার। উল্টোদিকে পঞ্চম দিনের পিচের অস্ট্রেলিয়ার বোলাররা সুবিধা নিতে পারলে চাপ বাড়বে ভারতের। বিশেষঞ্জরা মনে করছেন, লড়াকু মনোভাব ও লম্বা ব্যাটিং লাইন আপে ভারতেরই পাল্লা ভারি।যদি অজিঙ্কা রাহানেরা তা পারেন, ফের অস্ট্রেলিয়ার মাটিতে উড়বে ভারতের বিজয় পতাকা।