Date : 2024-05-02

নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা তেখালির জনসভায়

অধিকারী গড়ে গিয়ে অধিকারীদের চ্যালেঞ্জ ছুঁড়বেন তেমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু তেখালির জনসভার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো যে ঘোষণা করলেন তাতে বঙ্গ রাজনীতিতে তুফান উঠেছে বললেও কম বলা হয়। রাজ্যে পালাবদলের অন্যতম ভরকেন্দ্র নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে প্রার্থী হবেন তিনি। তেখালির জনসভা থেকে সে কথা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, নন্দীগ্রাম আমার লাকি জায়গা। এখান থেকেই ভোটে লড়বে। সুব্রত বক্সিকে বলব আমার নামটা প্রার্থী পদে রাখার জন্য। ভিড়ে ঠাসা জনসভায় এই ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ে জনতা ও তৃণমূল কর্মী, সমর্থকরা। এরপর মমতা আরও বলেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যোগ্য প্রার্থী দেবেন তিনি। তাঁর এই কথায় মনে হয়েছিল, ভবানীপুর থেকে তাহলে তিনি প্রার্থী হচ্ছেন না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো বলেন, তেমন হলে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই ভোটে লড়বেন তিনি। রাজ্যের ২৯৪টি কেন্দ্রে তিনিই যে প্রার্থী সেকথাও ফের মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন। যদিও রাজনৈতিক প্রতিপক্ষরা তেমনটা মনে করছেন না। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরেই বলেছেন, ভবানীপুর কেন্দ্রে হারবেন জেনেই নিশ্চিত আসনের খোঁজে নন্দীগ্রামে প্রার্থী হতে চাইছেন মুখ্যমন্ত্রী।