কলকাতা মেট্রোর নিত্যযাত্রী-সহ সব যাত্রীদের জন্যই সুখবর। আগামী ১৮ জানুয়ারি থেকে মেট্রোয় চড়ার জন্য আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। লাগবে না ই-পাস। সব শ্রেণির যাত্রীদের জন্যই তুলে দেওয়া হল ই-পাস। টোকেন ব্যবস্থা অবশ্য এখনই চালু হচ্ছে না।ই-পাসের পরিবর্তে স্মার্ট কার্ড নিয়েই মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা।