Date : 2024-04-28

নিউ নর্মালে দেশজুড়ে শুরু টিকাকরণ, সূচনা করলেন প্রধানমন্ত্রী

শনিবার স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৯৩ জন। মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭১৫ জন। সুস্থতার হাত ৯৬.৫৬ শতাংশ। এখনও চিকিৎসাধীন এমন মানুষের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৩৩ জন। সবমিলিয়ে করোনা অতিমারীতে এটাই দেশের সর্বশেষ পরিসংখ্যান। এর মধ্যে সবচেয়ে খারাপ ছবি মহারাষ্ট্রের। এই রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৩৩৬ জন।এমনই এক আবহে দেশবাসীর একটা বড় অংশের কাছে আস্থার প্রতীক করোনার জোড়া টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিন।সেই জোড়া বিশল্যকরণী নিয়েই শনিবার দেশজুড়ে শুরু হল টিকাকরণ কর্মসূচি। বেলা সাড়ে দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, টিকার একটি ডোজই যথেষ্ট নয়। চার সপ্তাহ পরে নির্দিষ্ট নিয়ম মেনে দ্বিতীয় ডোজটি নিতেই হবে। তার পরেও দু-সপ্তাহ যাবতীয় সাবধানতা নিয়ে চলতে হবে। তবেই প্রতিহত করা যাবে এই মারণ রোগকে। অর্থাৎ কেউ যদি ভাবেন একটি ডোজই যথেষ্ট বা নিয়ম না মানলেই চলবে, তিনি ভুল ভাবছেন। টিকার ডোজের ক্ষেত্রে প্রত্যেক নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।