Date : 2024-03-19

তিন কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

বিতর্কিত তিন নয়া কেন্দ্রীয় কৃষি আইনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই কৃষি আইনগুলির বৈধতা খতিয়ে দেখতে চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সমস্যার সমাধানই লক্ষ্য, এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আউন নিয়ে যতদিন পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততদিন আইনগুলি কার্যকর করা যাবে না।আন্দোলনরত কৃষক সংগঠনগুলির দাবি, কোনও সংশোধন নয়, বাতিল করতে হবে তিনটি কৃষি আইন। সুপ্রিম কোর্ট অবশ্য সেই দাবিকে মান্যতা দেয়নি। আইন তিনটির বৈধতা খতিয়ে দেখতে কমিটি গঠন করা ছাড়া পথ নেই বলেই জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত জানিয়েছে, কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। যতটা ভালো সম্ভব একটা সমাধানের চেষ্টা করছি আমরা।

সুপ্রিম কোর্ট গঠিত চারজনের কমিটিতে জায়গা পেয়েছেন অশোক গুলাটি, অনিল ঘানওয়াত, ভূপিন্দর সিং মান এবং প্রমোদ কুমার য়োশী। রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদের ২ মাস সময় দেওয়া হয়েছে। কিন্তু আদালত গঠিত কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রশ্ন তুলেছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। এই চারজনই প্রকাশ্যে কেন্দ্রীয় কৃষি আইনের পক্ষে তাঁদের সমর্থনের কথা জানিয়েছিলেন। ফলে যারা কৃষি আইনের সমর্থক তাদের এই কমিটিতে রাখা নিয়ে সন্দিহান কৃষক শিবির। কৃষক আন্দোলন বানচাল করতে বিশেষ উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন।